একটা খুন ও কৃষ্ণচূড়া

রুচিরা দেবনাথ

ভোটের আগে হটাৎ সেদিন
জানলা দিয়ে দেখি
বছর কুড়ির একটা ছেলে
ফুল কুড়োবে সে কি?
হুমড়ি খেয়ে পড়ল এসে
কৃষ্ণচূড়াঠ° তলায়।
'কেল্লা ফতে'- উল্লাসেতে
পোঁচ লাগিয়ে গলায়
তিনটে মাথা ছোটায় বাইক
উড়িয়ে পথের ধুলো
রক্তে ভিজে খেলল হোলি
শুকনো পাতাগুলো।
পুলিস এলো নেতা এলো
এলো মানুষজন
পতাকাতে ঢাকলো শরীর
টিভি-তে মা-বোন।
এমনি করেই বেশ কিছুদিন
টেলিভিসন কাগজ...
সারাটা দিন আলোচনা
এবং ধোলাই মগজ।
কদিন বাদেই বানের জলে
অন্য খবর আসে
বাসি খবর ডুবিয়ে দিয়ে
টাটকা খবর ভাসে।
দিনের পরে দিন পেরোলো
মানুষ গেলো ভুলে
গাছ ভোলেনি জানিয়ে দিল
রক্ত রাঙা ফুলে।।

ফেসবুক মন্তব্য